ভূরুঙ্গামারীতে ছেলের মৃত্যুর খবরে পিতার স্ট্রক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করেছেন বাবা।

নিহত কৃষকের নাম দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি গ্রামের ঘন আমবাড়ি নামক এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে শুক্রবার (৯ জুন) সকালে বৃষ্টি দেখে পাশের জমিতে গাছের শুকনো ডাল আনতে যান স্বামী -স্ত্রী দুজনে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। বজ্রপাতে তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়।

আরো পড়ুন :
না ফেরার দেশে সিরাজুল আলম খান
> শাহজাদপুরে ডেইরি উৎপাদন ও ব্যাবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে পিতা জাবেদ আলী স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে কাজ করার সময় বজ্রপাতে স্বামী সেখানেই মারা যায়। স্ত্রীও মারাত্মক আহত হয়। খবর শুনে ছেলের বাবাও স্ট্রোক করেছে। একটা দুঃখজনক ঘটনা। মৃত ব্যক্তির দাফন করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় পুলিশের কিছু করার থাকে না। তবে ঘটনাটি শুনেছি।

জুন ০৯, ২০২৩ at ১৬:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আইজ/ইর