গাজীপুরে বিপুল ভোটার উপস্থিতি, ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

ছবি- সংগৃহীত।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নগরীর জয়দেবপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটায় ভোট নেয়া শুরু হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়।

টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে সকালে সোয়া নয়টায় ভোট দেন নৌকা মার্কার প্রতীক আজমত উল্লাহ খান।

আরো পড়ুন :
> দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
> গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জয়দেবপুর শহরের সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার নাসরিন বেগম বলেন, সকাল সকাল দিতে এসেছি। কারণ দুপুরে রান্নার বিষয় থাকে, এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে মেশিনে ভোট দিয়েছি এবারই প্রথম। ভোট দিতে পেরে ভালো লাগছে।

একজন বয়োবৃদ্ধ জুবাইদা বেগম বলেন, জীবনে প্রথম ইভিএম মেশিনে ভোট দিলাম। ভোট দেয়ার পর তিনি বলেন, দ্রুত সময়ে এত সহজে ভোট দিতে পারবো বুঝতে পারিনি। ইভিএমে ভোট দিয়ে আনন্দ লাগছে।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের সমর্থনকারীরা ভোট বর্জন করেছে। মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।

মে ২৫, ২০২৩ at ১১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর