না খেয়ে মানুষ কে মৃত্যুর মুখোমুখি আওয়ামীলীগ সরকার দারাতে দিবেনা -ডেপুটি স্পিকার

 ক্ষমতা ও ক্ষমতা পরিবর্তনের মালিক জনগণ । না খেয়ে মানুষ কে মৃত্যুর মুখোমুখি আওয়ামীলীগ সরকার দারাতে দিবে না।মানুষের অভাব থাকতেই পারে, কিন্তু না খেয়ে একজনও মারা যাবে না।

করোনার সময় কেউ না খেয়ে মারা যায়নি। ২৪ মে বুধবার বেড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আকান্ত রোগীর মাঝে নগদ অর্থ ও অনুদান এর চেক বিতরণ অনুষ্ঠানে উপেজলা নিবার্হী অফিসার মো. সবুর আলীর সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি ¯িপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শামসুল হক টুকু এমপি, এসব কথা বলেছেন।

আরো পড়ুন :
> দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে বর্তমান সরকার- পাবনায় কৃষিমন্ত্রী
> অভয়নগরে ১১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগম আটক

পরে ১১ জন ক্যান্সার, কিডনী লিভার, সিরাসিস, স্ট্রোকে, প্যারালাইজড, জন্মগত হৃদেরাগ ও থ্যালেসময়া রোগে আক্রান্ত রোগিদর মাঝে এককালিন অনুদানের ৫০,০০০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশষ অতিথ হিসাব উপিস্থত ছিলন,উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ প্রমূখসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা।

মে ২৪, ২০২৩ at ১৮:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হারহা/ইর