দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে বর্তমান সরকার- পাবনায় কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে। সরকার চায় কৃষি লাভজনক হোক, কৃষিকাজ করে কৃষকরা উন্নত জীবন পাক।

 মঙ্গলবার (২৩ মে ) বিকেলে  পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার সহ অন্যান্য দশটি যন্ত্র বিতরণ ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন :
> অভয়নগরে ১১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগম আটক
> বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মন্ত্রী বলেন, সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমাণ ভর্তুকি সারা বিশ্বেই বিরল।

তিনি বলেন, বর্তমান সরকার দুর্ভিক্ষের দেশকে, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে। এ সময় উপস্থিত ছিলেন  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু,কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।

মে ২৪, ২০২৩ at ১৮:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/ইর