বেনাপোল ও ঝিকরগাছায় মাদক সহ ৪ কারবারি গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর বেনাপোল ও ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২০ মে) বেলা ১২ টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আব্দুর রহমান (৫২), পিতা মৃত- আঃ মোতালেব, সাং- ভবেরবেড় পশ্চিমপাড়া, শাহিন আলম (৩০), পিতা- ফজলুর রহমান, মিলন (৩৫), পিতা- আব্দুল মজিদ ও মেসকাত হোসেন (৩০), পিতা- সোহরাব হোসেন, সর্বসাং- ঘিবা, বেনাপোল পোর্ট থানা।

আরো পড়ুন :
> কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
> ৩য় টার্মিনালে বিদ্যুৎ সংযোগের লাইন টানার ক্ষেত্রে ঠিকাদার মানছে না সঠিক নিয়ম

ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক বাবু এর বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হক গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকার মাটিকুমড়া সাকিনস্থ জনৈক মিজানুর রহমান এর বসতবাড়ির উত্তর পাশে হাড়িখালি টু বাঁকড়া বাজার গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন, মিলন ও মেসকাতকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯০,০০০/= (নব্বই হাজার) টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবির ওসি রুপন।

মে  ২০, ২০২৩ at ১৭:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/মেমহদ