অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু

অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে উপজেলার নওয়াপাড়া গ্রামে। জানা গেছে, লোকাল তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়শা বেগম (৩০) নামে ২ সন্তানের জননীর করুণ মৃত্যু হয় ।

নিহত নারী বর্তমানে নওয়াপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সিদ্দিকুর রহমানের স্ত্রী । প্রতিবেশিরা জানান, আয়শা বেগমের স্বামী সিদ্দিকুর রহমান তিনি পেশায় একজন সবজী বিক্রেতা। সে ভ্যান চালিয়ে ঝাল বিক্রি করে বাসায় আসেন।

আরো পড়ুন :
> জোরপূর্বক রাস্তা তৈরির চেষ্টা, সন্ত্রাসী হামলায় গৃহিণী আহত, ভাংচুর-লুটপাটের অভিযোগ
> থানচিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

শনিবার বেলা তিন টার দিকে ভাড়ার বাড়িতে ভ্যান নিয়ে রাখলে ভ্যানের উপর দিয়ে লোকাল বিদ্যুতের তার লিকেজ হয়। এসময় ভ্যানে থাকা রডের সাথে বিদ্যাুয়িত হয়ে যায়। পরে অসাবধানতা বসত আয়শা বেগম ভ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। টের পেয়ে বাড়ির লোকজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিয়া রহমান কেয়া তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত আয়শার পিতার নাম কদম আলী হাওলাদার, মায়ের নাম কুলসুম বেগম, গ্রাম সৌলা,থানা মঠ বাড়িয়া ঝালোকাঠি। শ্বশুর বাড়ি ঝলোকাঠি জেলার পাটকেলঘাটা থানার পালপাড়া গ্রামে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল। এসময় অভয়নগর থানার এস আই গোলাম হোসেন ঘটনাস্তলে উপস্থিত ছিলেন। থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঐ নারীর মৃত্যু হয়েছে। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে।

মে  ০৬, ২০২৩ at ২০:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহোহৃ/ইর