বীরগঞ্জের প্রতিবন্ধী ছোট ভাইয়ের ভুট্টা কেটে নিয়ে গেছে বড় ভাই, থানায় অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মৃত নুরুল হকের ছেলে প্রতিবন্ধী সাইফুল ইসলামের লিখিত অভিযোগে জানা যায়, নিজপাড়া ইউনিয়নের ছোটবোচা পুকুর গ্রামে ১৭৩ খতিয়ানের ৪৭ দাগের ৩৯ শতক জমি পৈত্রিক সূত্রে পেয়ে ২০০৭ সালে পারিবারিক বন্টন করে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে পেয়ে খাজনা খারিজ পরিশোধ করিয়া চাষ আবাদ করে ভোগদখল করিয়া আসিতেছে।

আরো পড়ুন :
> ভূঞাপুরে ৩০০ বছরের পুরনো বটগাছ সংরক্ষণের দাবি এলাকাবাসীর
> নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১

উক্ত জমিতে গত ২৮ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের সময় ফাঁকা পেয়ে তারই বড় ভাই মাওঃ মো. শামসুল আলম লোকজন লাগিয়ে সন্ত্রাসী কায়দায় ছোট ভাইয়ের ভুট্টা ক্ষেতের কাঁচা গাছ কেটে তছনছ করে ভুট্টা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় ও নিজপাড়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত শামসুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠো ফোন বন্ধ থাকায় কথা বলার সুযোগ হয়নি।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস জানায়, উক্ত জমি সংক্রান্ত মামলা তার গ্রাম্য আদালতে বিচারাধীন রয়েছে। বিচার নিষ্পত্তির পূর্বে ভুট্টা কাটার ঘটনাটি ন্যক্কারজনক। বীরগঞ্জ থানার এএসআই নিরঞ্জন রায় জানায়, ভুট্টা কাটার একটি অভিযোগ তিনি পেয়েছেন ঘটনার তদন্ত চলছে।

এপ্রিল ২৯, ২০২৩ at ১৯:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/প্ররাজি/ইর