ফায়ার সার্ভিসের ৮ সদস্যসহ আহত ১৮

ছবি- সংগৃহীত।

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বাকিরা সাধারণ জনতা এবং স্বেচ্ছাসেবী।

শনিবার সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আটজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন :
>নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সকল বাহিনী
>সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এপ্রিল ১৫, ২০২৩ at ১০:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/সুরা