বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনাল ভাঙা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালটি ভাঙ্গা শুরু হয়েছে । বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য এই টার্মিনালটি ভাঙ্গা হচ্ছে । রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন ।

আরো পড়ুন :
> যশোরের শার্শায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা
> তালতলীতে শুভ নববর্ষ উদযাপিত

তৃতীয় টার্মিনাল প্রকল্পের আওতায় নতুন একটি ভিভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ । তবে প্রকল্পের কাজের জন্য বর্তমান ভিভিআইপি টার্মিনালটি ভেঙ্গে ফেলা হচ্ছে । এই সময়ে ভিভিআইপি যাত্রীদের জন্য বিমানবন্দরে অস্থায়ী একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে  ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তৃতীয় টার্মিনালের ট্যাক্সিওয়ের জন্য বর্তমান ভিভিআইপি টার্মিনাল ভেঙ্গে ফেলা হচ্ছে । তবে এ সময়ে ব্যবহারের জন্য অস্থায়ী একটি টার্মিনাল বানানো হয়েছে ।

এপ্রিল ১৪, ২০২৩ at ১৩:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/মোরইম/ ইর