৩ দফা দাবি নিয়ে গণভবনে সোহেল তাজ

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে এই অভিযাত্রা শুরু করেন ।

গণভবনের সামনে গিয়ে সোহেল তাজ গণমাধ্যমকে বলেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা । আমি আপনার কাছে দাবি করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে সঠিকভাবে জানতে পেরে তারা নিজেদের প্রাণশক্তি হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে পারে সেজন্য আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন ।

আরো পড়ুন :
লালপুরে কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের ২য় পর্যায়ে কাজের উদ্বোধন
> নিউমার্কেট পরিদর্শন করলেন পুলিশপ্রধান

সোহেল তাজের তিন দাবি হলো ─
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে ।
২. তিন নভেম্বর জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে ।
৩. জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে ।

এটি শুধু তার দাবি নয়, মুক্তিযুদ্ধের সব গণমানুষের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন নতুন প্রজন্ম হচ্ছে আমাদের চালিকা শক্তি তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানাতে হবে ।
এপ্রিল ১০, ২০২৩ at ২১:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ্র/ ইর