আন্দোলনের নামে সন্ত্রাস কখনো কল্যাণকর হতে পারে না

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে।

সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আরো পড়ুন :
> অভয়নগরে ভৈরব নদ থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার
> সিলেট জুড়ে বোরো ধান কাটা শুরু হবে ১৫ এপ্রিল

এদিকে সংসদের ৫০ বছরপূর্তিতে আয়োজিত বিশেষ অধিবেশন উপলক্ষে পুরো সংসদ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী আরও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এপ্রিল ০৭, ২০২৩ at ১৮:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/সুরা