কোটচাঁদপুর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

ইসলামের প্রচার ও প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এই প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের ৫০টি মডেল মসজিদের ন্যায় কোটচাঁদপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় পৌর শহরের রুদ্রপুরে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ- ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।

আরো পড়ুন :
> বিশ্ব ভ্রমনে নামা ভারতীয় যুবক ঘুরে গেলেন ঝালকাঠি
> বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম যশোরের মেধাবি শিক্ষার্থী পারভেজ

উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেড়াল অলিভার গুডা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ নানা শ্রেণী-পেশার মানুষ।

অতিথিরা বলেন, উপজেলা মডেল মসজিদে শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে ইসলামি সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ থাকবে। একই সঙ্গে থাকবে প্রশিক্ষণের ব্যবস্থা।

মার্চ ১৬, ২০২৩ at ১৭:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরাউ/মমেহা