অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী এই স্লোগানকে ধারণ করে অভয়নগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর এক র‍্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অনুষ্ঠানের প্রথমেই ভোক্তা অধিকার আইন ও আইনের সঠিক যথাযথ ব্যবহার সম্পর্কে জনসম্মুখে উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান।

আরো পড়ুন :
> বিরামপুরে চোখের সামনেই বেহুলা লক্ষীন্দার
> সোস্যাল মিডিয়া ব্লাকমেইল প্রতারক ধর্ষণকারী আটক

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহাপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ খান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক জাহিদ মাসুদ তাজ, এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক সাংবাদিক ও সুধী সমাজ।উপস্থিত বক্তাগণ বলেন রমজান মাসকে সামনে রেখে বিক্রেতারা কোন প্রকার খাদ্যে ভেজাল, ওজনে কমসহ কোন অনিয়ম করে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বাজারের দিকে,তাছাড়াও জনগণের সচেতনতা বৃদ্ধিতে সেমিনারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মার্চ ১৫, ২০২৩ at ১৬:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহেহৃ/মমেহা