বিরামপুরে চোখের সামনেই বেহুলা লক্ষীন্দার

ডুবে গেলো চাঁদের তরী মনসার অভিশাপে, মৃত্যু হলো পুত্র লক্ষীন্দারের বিবাহ বাসরে। সব বাধা অগ্রাহ্য করে ভেলায় চেপে বসে, বেহুলা ভেসে চলে স্বামী লক্ষীন্দারের সাথে।

দিনাজপুর বিরামপুরে বসানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেহুলা গানের আসর।

গতকাল (১৪ মার্চ) মঙ্গলবার রাত ১১ টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর (হিন্দুপাড়া) গ্রামে মনসা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদয়ের উদ্যোগে এ গানের আয়োজন করা হয়।

আরো পড়ুন :
> সোস্যাল মিডিয়া ব্লাকমেইল প্রতারক ধর্ষণকারী আটক
> রাজাপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে ধানসিঁড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন

চোখের সামনে নড়ে উঠল লক্ষীন্দার। সাপ এসে তার শরীর থেকে তুলে নিল বিষ। সেই আনন্দে নেচে নেচে গান করতে শুরু করল বেহুলা। অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বেহুলা গান পরিবেশন করে দিনাজপুর চিরিবন্দর পুনট পাড়ার দল। নাচে গানে অভিনয় করে আসর মাতালেন এ দল।

গ্রাম বাংলার ঐতিহ্য বেহুলা গানের অনুষ্ঠানটি উপভোগ করতে শত শত বেহুলা গান প্রেমীদের সমাগম ঘটে এখানে।

বেহুলা গান প্রেমীদের মধ্যে কথা হয়, মোজাম্মেল হকের সঙ্গে তিনি বলেন, বেহুলা লখিন্দারের গান ও অভিনয় গ্রামবাংলার একটি ঐতিহ্য সচার আচার খুব কম হয়। অনেক দিন দেখিনি তাই দেখতে এসেছি।

মার্চ ১৫, ২০২৩ at ১৬:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নূই/মমেহা