ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে পুনর্মিলনীর আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টি.এস.সি.সি) গিয়ে শেষ হয়।
ইংরেজি বিভাগের অ্যালামনাইর সভাপতি সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, বর্তমান উপ উপাচার্য ড. মাহবুবুর রহমান, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ও ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।
 অনুষ্ঠানে টিএসসিসি’র পরিচালক ড. বাকী বিল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারন সম্পাদক ড. মাহবুবর রহমান, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান বিভাগের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমানসহ প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তাঁরা ঐ লক্ষ্য অর্জনে সক্ষম হয়। অ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।