কাজিপুরে মাঠ দিবসে সরিষা চাষে গুরুত্বারোপ

কৃষিই সমৃদ্ধির মূলমন্ত্রে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্ৰাম ব্লকে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা -২০২৩ অনুষ্ঠানে (বারি সরিষা-১৪) উৎপাদন ও গুনগত মান বিষয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।

৯ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় পাটাগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর।

আরো পড়ুন :
>জাবির মদবাহী এম্বুলেন্স দূর্ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
>চৌগাছায় দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার একেএম মফিদুল ইসলাম, মনিটরিং অফিসার আখেরুর রহমান, কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অত্র ব্লকের কৃষক আঃ রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার শাহাদত হোসেন। বারি সরিষা -১৪ বিঘাতে ৫-৬ মণ পর্যন্ত ফলন হয় বলে চাষিগণ অভিমত ব্যক্ত করেন।

মার্চ ০৯, ২০২৩ at ১৮:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসেচা/মমেহা