ঘোড়াঘাটে আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ পালন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন কর্মস‚চীর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। কর্ম সচীর মধ্যে ছিল ৭ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার ।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ।বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সদের আলী খন্দকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
>চৌগাছায় আলমসাধু উল্টে নিহত-১ মারাত্মক আহত-২
>পাঁচবিবিতে নাক বিহীন এক চোখ বিশিষ্ট গাভির বাছুরের জন্ম

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাকসুদুর রহমান চৌধুরী, কাজী নজরুল ইসলাম বিশু, প্রকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়া, মো. আশাদুজামান পয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন লস্কর, মো. মাহফুজার রহমান,মো. গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুব কায়সার ইমন ,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ভুট্টু, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রুশিনা সরেন,মুক্তিযোদ্ধা সম্পাদক এস এম রবিউল ইসলাম, কৃষি সম্পাদক মো. হারুন উর রশিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল হাজ্জ মো. আমজাদ হোসেন, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান প্রধান শাহীন, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আঃ হামিদ, সদস্য মো. সুমন সরকার, মো. আঃ হালিম খন্দকার প্রমুখ।

এ দিকে ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন কর্মস‚চীর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। সকাল ৮ টায় উপজেলার রানীগঞ্জ বাজার কৃষকলীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিলন চন্দ্র সরকারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

মার্চ ০৮, ২০২৩ at ১৭:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/মমেহা