শিবগঞ্জে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ কমিটির সভা

শিবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ সচিব ( অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

আরো পড়ুন :
>কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা, জাহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, এবিএম শাহজাহান চৌধুরী, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিল্টন, শহিদুল ইসলাম শহিদ, আহসান হাবিব সবুজ, সাংবাদিক আব্দুল রউফ রুবেল, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা, সাজু মিয়া প্রমুখ।

উল্লেখ্য ৪র্থ ধাপে ১শ ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ঘর প্রদান করা হবে। এর ফলে শিবগঞ্জ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে।

মার্চ ০৮, ২০২৩ at ১১:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শিব/মমেহা