বিরামপুর দিওড়ে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদেশ, এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোচগ্রাম গেন্ডা বাজারে চার দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এর সভাপতিত্বে খাদ্য বান্ধব কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

আরো পড়ুন:
>সিলেট শাবিতে র‌্যাগিংয়ে আরও ১০ জন জড়িত
>সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

এমসয় চরকাই খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, ইউপি সদস্য আজগর আলী, রবিউল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক রুবেল আলম, সাবেক ইউপি সদস্য সাখওয়াত হোসেন, খাদ্য বান্ধব দায়িত্ব প্রাপ্ত ডিলার শওকত আলী সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিওড় ইউনিয়নের উপকার ভোগীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ২০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এনই/এসআর