পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঝালকাঠি জেলা বিএনপি’র পথযাত্রায় ২৫ শে ফেব্রুয়ারী শনিবার দুপুরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ঝালকাঠি সদর থানায় পুলিশের এসআই দেবাশীষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জন আসামী করা হয়েছে। মামলায় আটক দেখানো হয়েছে ১৬ জন এবং পলাতক ২২।

মামলার আটক আসামীরা হলো ১। শামিম মৃধা (৩০), পিতা-সেলিম মৃধা, সাং-বাসা নং ১৯, পুরাতন কলাবাগান, ২। মো. জহিরুল ইসলাম মামুন (৩৭), পিতা-মৃত মোফাজ্জেল হোসেন, সাং-খাদেখিরা, ৩। আবুল হাসান (২৭), পিতা- জুয়েল খান, সাং- ৮১ আনোয়ার হোসেন (৪২), পিতা-মৃত আফতার আলী, সাং-পোনাবালিয়া, ১নং ওয়ার্ড, ৫। মো. সজিব হোসেন (৩০), পিতা-মো. বাদল হাওলাদার, সাং-বৈদারাপুর, ৬। মো. হাফিজুর রহমান নয়ন (২৬), পিতা-আশ্রাব আলী হাওলাদার, সাং-রুনসি, কির্ত্তীপাশা।

মো. ফরিদ হাওলাদার (২৯), পিতা-আ. কুদ্দুস হাওলাদার, সাং-রাজাপুর, পোনাবালিয়া, ৮। সিদ্দিকুর রহমান (২৮), পিতা- মোকছেদ আলী, সাং-গগন, ৯। মোঃ তৌহিদ হোসেন (৩০), পিতা-আব্দুল মালেক, সাং-কৃষ্ণকাঠি, ১০। মো. আনিচুর রহমান হ্যাম (৪৪), পিতা-ওয়ারেচ আলী খান, সাং-১০ কামারপট্টি রোড, সর্ব থানা-ঝালকাঠি, ১১। মো. রুস্তুম শরীফ (৫৫), পিতা-মৃত পিতা-মৃত আজাহার আলী, সাং-সুজাবাদ, ১৪। মো. হিমেল হাওলাদার (২১), পিতা-হাবিবুর রহমান, সাং-নলছিটি।

১৫। আসিফ লিতেম শরীফ, সাং-নলছিটি, ১২। শাহজালাল মিঠু (২৩), পিতা-জাহাঙ্গীর হাওলাদার, সাং-খাগড়া, ১৩। আব্দুল কুদ্দুস (৫০), হাসান (২৮), পিতা-আবুল বাশার, সাং-নলছিটি, ৪নং ওয়ার্ড, ১৬। মোঃ মনির হোসেন (৩৭), পিতা-আ. মতিন, সাং- কামদেবপুর, সর্ব থানা-নলছিটি, সর্ব জেলা-ঝালকাঠি ।

এবং পলাতক আসামী ১৭। ডা. রফিকুল ইসলাম (৫৫), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও জেলা-অজ্ঞাত, ১৮। এ্যাডভোকেট নাছিমুল হাসান (৫০), সভাপতি, জাতীয়তাবাদী দল, বিএনপি, ঝালকাঠি পৌরসভা, পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-মধ্য চাঁদকাঠী, থানা ও জেলা-ঝালকাঠি, ১৯। এজাজ আহম্মেদ (৫৫), সভাপতি, জাতীয়তাবাদী দল, ঝালকাঠি থানা, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও জেলা-ঝালকাঠি।

আরো পড়ুন:
>পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
>মদনে উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

২০। সেলিম গাজী (৫৫), সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী দল, নলছিটি থানা, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ২১। এ্যাডভোকেট আ. রহিম (৪২), প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, পিতা-অজ্ঞাত, সাং-রানাপাশা, থানা-নলছিটি, ২২। রফিকুল ইসলাম জামাল (৫৬), সদস্য, জাতীয়তাবাদী দল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-অজ্ঞাত, সাং-বড়ইয়া, থানা- জেলা-ঝালকাঠি রাজাপুর, জেলা- ঝালকাঠি ২৩। এ্যাডভোকেট সৈয়দ হোসেন (৬৫), আহবায়ক, জাতীয়তাবাদী দল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-মৃত জয়নাল আবেদীন হাওলাদার, সাং-রোনালস রোড, থানা ও জেলা-ঝালকাঠি।

২৪। ইয়াছির আরাফাত মিঠু (৩৮), সদস্য, জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-অজ্ঞাত, সাং-বিকনা, থানা ও জেলা- ঝালকাঠি, ২৫। এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন (৪০), সদস্য, জাতীয়তাবাদী দল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-শাহজাহান (সার্ভেয়ার), সাং-ষ্টেশন রোড, থানা ও জেলা- ঝালকাঠি, ২৬। জাহিদুল ইসলাম (৪২), যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-মৃত আঃ কাদের, সাং-কৃষ্ণকাঠী, কবিরাজ বাড়ি, থানা ও জেলা- ঝালকাঠি।

২৭। চন্দন পোদ্দার (৫৫), যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-মৃত নিপেন পোদ্দার, সাং-বাহের রোড, (শাহী মডেল স্কুলের পাশে), থানা ও জেলা- ঝালকাঠি, ২৮। আতিকুল ইসলাম খালেক (৩৮), সদস্য, জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-অজ্ঞাত, সাং- পালবাড়ি, থানা ও জেলা- ঝালকাঠি, ২৯। এ্যাডভোকেট মিজানুর রহমান হাওলাদার (৪২), সভাপতি, জাতীয়তাবাদী দল, কুসঙ্গল ইউনিয়ন শাখা, নলছিটি, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-নলছিটি, জেলা- ঝালকাঠি, ৩০। বাচ্চু হাসান (৫০), সভাপতি, জাতীয়তাবাদী তাঁতীদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-মৃত আ. আজিজ খান।

সাং-বৈদারাপুর, গাবখান ধানসিড়ি ইউনিয়ন, থানা ও জেলা-ঝালাকাঠি, ৩১। আরিফুর রহমান খান (৪০), সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, ঝালকাঠি জেলা শাখা, সাং-সোলাখিরা, নবগ্রাম ইউপি, থানা ও জেলা-ঝালকাঠি, ৩২। গিয়াস সরদার দীপু (৩৫), সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা-অজ্ঞাত, সাং-বাড়ৈবাড়ি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, ৩৩। রবিউল ইসলাম তুহিন (৫৩), সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঝালকাঠি জেলা শাখা।

পিতা-মৃত সিদ্দিক হোসেন, সাং-চাঁদকাঠী, থানা ও -জেলা-ঝালকাঠি, ৩৪। শফিকুল ইসলাম লিটন (৪৮), সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, ঝালকাঠি জেলা শাখা, পিতা- অজ্ঞাত, সাং-বান্দাকাটা, থানা ও জেলা-ঝালকাঠি, ৩৫। মো. শামীম তালুকদার (৫০), পিতা-মৃত কুদ্দুস তালুকদার, সাং-পশ্চিম চাদকাঠি, ৩৬। সাদ্দাম হোসেন (৩৫), পিতা- মৃত মোতালেব, সাং- গুরুদম, কৃষ্ণকাঠি, ৩৭। এ্যাডঃ শাহাদাৎ হোসেন (৫০), পিতা- মৃত এ্যাডঃ শামছুদ্দিন, সাং-পুরাতন কলেজ রোড, ৩৮। সরদার সাফায়েত হোসেন (৫০), পিতা- মৃত সোহরাব আলী সরদার, সাং- কৃষ্ণকাঠি।

আরো পড়ুন:
>পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
>মদনে উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মামলার বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর কোন হামলা করিনি উল্টো পুলিশ যুবলীগ ছাত্রলীগ মিলে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালায়। হামলায় বিএনপি’র ৮০ নেতাকর্মী মারাত্মক জখম হয়েছে। হামলা ও মামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

হামলার বিষয় যুবলীগের আহ্বায়ক জিএস রেজাউল করিম জাকির জানান, এসব ভিত্তিহীন আমাদের নেতাকর্মীরা বিএনপি’র পদযাত্রায় কোনো হামলা করেনি। আমাদের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে আমাদের দলের শান্তি সমাবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ২৬.২০২৩ at ১৬:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর