তাড়াইলে এনায়েত মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের তাড়াইলে এনায়েত সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার রাতে তাড়াইল বাজারের এনায়েত সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় তাড়াইল থানা সংলগ্ন এনায়েত সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় চারিদিকে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

ফায়ার সার্ভিস সদস্যারা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে প্রায় ২৭টি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আরো পড়ুন:
> আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনের ফাইনালে যবিপ্রবি -ইবি
> টিভিতে আজকের সকল খেলা

তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নিজাম উদ্দিন ‘দৈনিক আমাদের দেশ দর্পণকে কে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ফেব্রুয়ারি ২৬.২০২৩ at ১১:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর