বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ অনুষ্ঠিত

“স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামপুর পৌর শহরের পাইলট স্কুল মাঠে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু করে এক দিন ব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণি সম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী সমাপনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

(২৫ ফেব্রুয়ারি) শনিবার দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের পাইলট স্কুল মাঠে সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু।

আরো পড়ুন :
>পত্নীতলায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও ভ্যান চালক নিহত
>পত্নীতলায় প্রাণীসম্পদ প্রদর্শনী

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান উম্মে কুল ছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণি সম্পদ খামারী মালিক উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দু।

ফেব্রুয়ারি ২৫.২০২৩ at ১৭:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নইএমএইচ