সিলেট জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

সিলেট জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত পুরোপুরি বিদায় না নিলেও গরম বাড়ছে ক্রমে। এর মধ্যে আবার ঝড়-বৃষ্টি আসছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় বেশির ভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। এক দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে দু-একটি স্থানে তাপমাত্রা কমেছেও। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন :
>নবাবগঞ্জে ভূমিহীন পরিবারকে সরকারি জায়গা থেকে উচ্ছেদের সুবিচার দাবি
>সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে পাবনা আ. লীগের কৃতজ্ঞতা

এ আবহাওয়াবিদ বলেছেন, ‘আজ-কালের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্য অঞ্চলেও তা ছড়াতে পারে।

ফেব্রুয়ারি ২২.২০২৩ at ১২:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকর/এমএইচ