কোটচাঁদপুরে ইটের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাত দিনের ব্যবধানে ইটের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এবার প্রাণ গেল এসকে লতিফুল কবির নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার। শুক্রবার দুপুরে উপজেলার তালসার রোডের ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল কবির ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের তের আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী জানান, কৃষি মেলা উপলক্ষে উপজেলা অফিসে মিটিং ছিলো।

মিটিং শেষে লতিফুল কবির মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দ্যেশে সদর উপজেলার বাদপুকুর এলাকায় দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীতদিক থেকে আসা স্থানীয় ইটের ভাটার একটি ট্রাক্টর তাকে চাঁপা দেয়। এতে তিনি গুরতর আহত হন।

আরো পড়ুন:
>ক্ষেতলালে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
>শৈলকূপায় পুলিশের বিশেষ অভিযানে ৬ সুদখোর গ্রেফতার

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করেছে থানা পুলিশ। উল্লেখ্য গত ৩ ফ্রেব্রæয়ারী মাটি টানা একটি বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহামুদুল হাসান মাসুম নামে বৃটিশ ট্যোবাকো কোম্পানিতে কর্মরত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

ফেব্রুয়ারি ১০.২০২৩ at ২০:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর