তুরস্কে শিক্ষানবিশ ছাত্র গাবতলীর রিংকুর সন্ধান এখনও মেলেনি

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভুমিকম্পের পর থেকে তুরস্কে অবস্থানরত শিক্ষানবিশ ছাত্র বগুড়া গাবতলী উপজেলার কাগুইল ইউনিয়নের দেওনাই গ্রামের গোলাম রব্বানীর ছেলে রিংকু সাইদ এখনও নিখোঁজ রয়েছে।

রিংকুর পারিবারিকসুত্রে জানাগেছে তুরস্কে ভয়াবহ ভুমিকম্পের পর থেকে সে নিখোঁজ, তার ব্যবহারিত মোবাইলসহ সকল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

রিংকু তুরস্কের কাহাবামানমারাশ শহরে একটি ফ্লাটে থাকতো। তার নিখোঁজের খবর শুনে বাড়িতে চলছে শোকের মাতন। এখবর শুনে শতশত মানুষ আসছে তার বাড়িতে।

আরো পড়ুন :
>বিরামপুর-ফুলবাড়ী সীমান্তে এক বছরে, ছয় কোটি টাকার ভারতীয় পণ্য আটক
>ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা না করে নগরায়ন হলে, ভূমিকম্পসহ নগর দূর্যোগের শংকা বাড়বে

ফেব্রুয়ারি ০৭.২০২৩ at ১৯:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর