ঘোড়াঘাটে ফারসি ভাষায় লেখাযুক্ত পাথর উদ্ধার

কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ভাষায় লেখাযুক্ত একটি পাথর উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশের ধারণা এটি কষ্টি পাথর। ৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া কবরস্থান থেকে পাথরটি উদ্ধার করে পুলিশ। পাথরটির ওজন প্রায় ৪৫ কেজি।

স্থানীয়রা জানান, কবরস্থানটি পরিস্কার পরিচ্ছন্ন ও সমান্তরাল কাজ চলছিল। এ সময় মাটি কাটার বিশেষ যন্ত্র স্কেবেটর (ভেকু) মেশিনের চালক মাটি খুঁড়তে গিয়ে একটি পাথর দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে পাথরটি উদ্ধার করে।

আরো পড়ুন :
>মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা
>উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও জীবন মান উন্নয়নে কাজ করছে লিডার্স

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, পাথরটি আমাদের হেফাজতে আছে। পাথরটির উপরে খোদাই করা লেখা আছে। ধারণা করছি এটি ফারসি ভাষা। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পাথরটি পরিক্ষারের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।

ফেব্রুয়ারি ০৪.২০২৩ at ২০:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/মম/এমএইচ