নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাজধানী ঢাকায় অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শহীদ মিনার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান( এমপি)। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামীদিনের চালিকাশক্তি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মনোযোগ দিয়ে লেখাপড়া করো তোমরা আগামী দিনের বাংলাদেশের কান্ডারী। শক্ত হাতে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এই বাংলার মাটি ও মানুষকে। তোমাদের মুখের দিকেই তাকিয়ে আছে তোমাদের পিতা মাতা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মতিউর হক রোটারিয়ান।

আরো পড়ুন :
>চৌগাছায় সাড়ে ১৩ লাখ টাকা নিয়ে, মা’কে দিয়ে পায়ে ধরিয়েও নিয়োগ না দেয়ার অভিযোগ
>গোমস্তাপুরে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিনুর মিয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম রবিন, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ সহ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক / শিক্ষিকা বৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি ০৪.২০২৩ at ২০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/মম/এমএইচ