হেরে গেলেন হিরো আলম, জয় তানসেনের- বগুড়া ৪ আসনে

ছবি- সংগৃহীত।

বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

৯৫১ ভোটের ব্যবধানে হেরে গেছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একতারা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৮৬ ভোট। এ আসনে জয় পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম তানসেন।

আরো পড়ুন:
>মাঠে নামছে পিএসজি, মেসি একাদশে থাকবেন?
>ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার বিজয়ী

মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়ার দুইটিসহ মোট ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এমপিরা পদত্যাগের ঘোষণা দিলে এ আসনগুলো শূন্য হয়।

ফেব্রয়ারি ০১.২০২৩ at ২০:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর