যশোরে ভূয়া সিআইডি পরিচয়ে টাকা নিতে এসে জনগণের হাতে গ্রেফতার

রাব্বি রায়হান নামে এক যুবক নিজেকে সিআইডি পুলিশ পরিচয়ে উপশহরের এক বাড়িতে ঢুকে আবু জুবাইর তন্ময় নামে এক যুবকের কাছে পাওনা ১লাখ টাকা নিতে এসে গণপিটুনীর শিকার হয়েছে। সে সদর উপজেলার শেখহাটি বাবলাতলা ডিআইজি প্রিজন্স রোডের বাসিন্দা এ এম রাউফার রহিমের ছেলে।

তার কাছে ভূয়া সিআইডি পুলিশের কার্ড পাওয়ায় স্থানীয় জনগন ধরে গণধোলাই দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় শনিবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, উপশহর সি ব্লক-৩৭ বাড়ির নির্মল কুমারের ছেলে এম এম রেজা।

আরো পড়ুন:
> যশোরে স্কুলছাত্রকে এলোপাতাড়ি ছুরিকাঘাত
> উন্নত বাংলার স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

মামলায় এম এম রেজা উল্লেখ করেন, শনিবার ২৮ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় তিনি বি ব্লক বাজারে চা খাচ্চিল। ওই সময় তার স্ত্রী নাজমা খাতুন তার নিকট এসে জানায় যে,বাড়িতে সিআইডি পুলিশ এসেছে। সে তাদের ছেলে আবু জুবাইর তন্ময় এর নিকট ১ লাখ টাকা পাবে তাই নিতে এসেছে। ঘটনাটি শুনে বাদি সাথে সাথে তার স্ত্রীসহ বাড়িতে এসে ওই ব্যক্তির নিকট তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সিআইডি পুলিশ পরিচয় দেয়।

ওই ব্যক্তির কথাবার্তায় বাদির সন্দেহ হওয়ায় বাদির নিকট আইডি কার্ড দেখাতে বলে। আইডি কার্ড দেখালে বাদীর আইডি কার্ড ভূয়া বলে মনে হয়। তখন বাদি তার স্ত্রীর মাধ্যমে স্থানীয় লোকজন ডেকে আনতে বলে। স্থানীয় লোকজন বাদির বাড়িতে এসে সিআইডি পরিচয় ব্যক্তির কাছে বিভিন্ন প্রশ্নের জবাবে এক পর্যায় সে প্রকৃত সিআইডি পুলিশ নয় তা ধরা পড়ে।

পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে ভূয়া সিআইডি সদস্য রাব্বি রায়হানকে হেফাজতে নেন। এ ঘটনায় মামলা হওয়ায় পর রোববার ২৯ জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করে।

জানুয়ারি ২৯, ২০২৩ at ২১:১০:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এমএইচ