খেলতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

দুর্ঘটনার শিকার শিশু আবু জাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে অটোরিকশা চাপায় আবু জাহিদ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাহিদ ওই এলাকার আসিক আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে আবু জাহিদ তাদের বাড়ির সামনে খেলা করছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে আসছিল। রাস্তা পার হতে যাওয়া একটি কুকুরকে সাইড দিতে গিয়ে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিকশা উল্টে গেলে শিশু আবু জাহিদ নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জানুয়ারি ২৯.২০২৩ at ২০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর