বিএনপিকে ‘বিশ্ব বেহায়া’ বললেন সুবর্ণা মুস্তাফা

ছবি- সংগৃহীত।

তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রীকে ২১ আগস্ট প্রকাশ্যে রাজপথে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন আইভি রহমানসহ ২৪ জন। ওই ঘটনাকে নিন্দা করে এই মহান জাতীয় সংসদে একটি শোক প্রস্তাবও উপস্থাপন করতে দেয়নি বিএনপি-জামায়াত।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সুবর্ণা মুস্তাফা এ মন্তব্য করেন।

সুবর্ণা মুস্তাফা বলেন, শেখ হাসিনার সভায় যখন গ্রেনেড হামলা হচ্ছে, যখন রাজপথ হচ্ছে রক্তাক্ত, তখন তারেক রহমান হাওয়া ভবনে ক্রিকেট খেলছে। একেই বলে বাপ কা বেটা। বিএনপি একেক সময় একেক কথা বলে। এখন এরা সংবিধান, বিচার বিভাগ নিয়ে কথা বলে। এরা হয় খুব খারাপ চিত্রনাট্যের সেই চরিত্রের মতো, স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। পটুয়া কামরুল হাসান বলেছিলেন না ‘বিশ্ব বেহায়া’, এরা সেই বিশ্ব বেহায়ার দল।

আরো পড়ুন:
>কলকাতায় ‘পাঠান’ সিনেমা ঘিরে উন্মাদনা তুঙ্গে
>ট্রাক-সিএনজি’র সংঘর্ষে আহত-৫

তিনি বলেন, বিএনপি আর জামায়াতের রাজনীতি হত্যা, সন্ত্রাস, ধর্মান্ধতার। এর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বিএনপি বিরোধী দল নয়, এরা হচ্ছে দেশদ্রোহী, আজকের এই বাংলাদেশে দেশদ্রোহী, রাজাকার বা চাটুকারদের কোনো স্থান নেই।

জানুয়ারি ২৬.২০২৩ at ১১:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ