ক্ষেতলালে দীক্ষা অনুষ্ঠান পালিত

জয়পুরহাটের ক্ষেতলালে স্কাউট দলের আয়োজনে দীক্ষা অনুষ্ঠান পালিত হয়েছে। জানা গেছে, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক সামাজিক, আধ্যাত্মিক ও বুদ্ধিমত্তা হিসেবে গড়ে তুলে, পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা এবং ভারসাম্যপূর্ন ব্যাক্তি, দায়িত্বশীল নাগরিক, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে জীবন যাপন করার লক্ষ্যে কাজ করে স্কাউট দীক্ষা।

তারই ধারাবাহিকতায় ১৮ (জানুয়ারি) বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে ওই স্কুলের সভাপতি রায়হান আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।

আরো পড়ুন:
>কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কমিটি গঠন সাবিত সভাপতি, মুজাহিদ সম্পাদক
>ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, আছে আরও দুঃসংবাদ

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খাঁনসহ সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

জানুয়ারি ১৮.২০২৩ at ১৮:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর