কালীগঞ্জে ২৯ পবিত্র তাফসীরুল কোরআন মাহফিতমলের আজ ২য় দিন

ঐতিহ্য বাহী কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৯ তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্যবস্হাপনা পরিচালক, প্রান, আর, এফ,এল গ্রুপ,ঢাকা, মো. ইলিয়াছ মৃধা।উদ্বোধক. মো. শরীফ খাঁন (কনক) অর্থ বিষয়ক সম্পাদক , কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম ও খতিব, কালীগঞ্জ মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, (কালীগঞ্জ বাজার) :হাফেজ মাওলানা আব্দুল হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,স্বত্বাধিকারী, কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আলহাজ্ব ডাক্তার মো. আরমান।  কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খন্দকার।কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মাইনুল হাসান। পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করবেন. ক্বারী সাইদুল ইসলাম , আন্তর্জাতিক ক্বারী। তাফসীর পেশ করবেন : হাফেজ মাওলানা আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদ,ঢাকা। আলোচ্য বিষয় : ইসলামের জন্য সাহাবাদের আত্মত্যাগ।

আরো পড়ুন :
>কোটচাঁদপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হরযরত মাওলানা মুফ্তি জহিরুল ইসলাম ফরিদী,খাদেী,বিশ্ব জাকের মন্জিল,আটরশি,ফরিদপুর। আলোচ্য বিষয় :সুরা তাকাসুর।তাফসীর মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব আজাদ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান,কো- চেয়ারম্যান আলহাজ্ব আজাদ আনোয়ার হোসেন।
দেশ ও জাতীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের তাফসীর শেষ হয়।

জানুয়ারি ০৭.২০২৩ at ১১:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মমহ/এমএইচ