যশোরে ভুয়া রশিদ দিয়ে টাকা আদায়ের অভিযোগে একজন গ্রেফতার

যশোর শহরের বড় বাজার ইজারা উঠানোর জন্য ছাপাখানায় ভুয়া রশিদ তৈরির অভিযোগে আবু তালেক ওরফে মালেক (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মালেক সদর উপজেলার মামলা খোলা বাজারের পাশের মৃত হারেজ ক্বারীর ছেলে। যশোর শহরের লোন অফিসপাড়ার আবুল কালাম আজাদ (৫০) এজাহারে উল্লেখ করেছেন,তার ভাই মীর মোশারফ হোসেন বাবু বড় বাজারের ইজারাদার।

তার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বণলতা জুয়েলার্সের নামে বড় বাজার ইজারা নেয়া আছে। গত ৩ জানুয়ারি মসজিদ লেন এলাকার গ্রাফিকস ডিজাইনার মনির হোসেন মিন্টু মোবাইল ফোনে স্বর্ণলতা জুয়েলার্সের ম্যানেজারের কাছে ফোন দিয়ে জানানো হয়।

আরো পড়ুন:
> জাবি অধ্যাপকের গবেষণায় ৭২% চুরি, প্রশ্ন করায় ক্ষুব্ধ
> কাজিপুর পৌরসভায় শীতবস্ত্র বিতরণ

কে বা কারা ওই এলাকার লাকি প্রেসে দেড় হাজার রশিদ ছাপানোর অর্ডার দেয়। তিনিসহ অন্যান্যরা সেখানে গিয়ে প্রেসে ওই রশিদ ছাপানোর অর্ডার দেখতে পান। পরে জানতে পারেন আসামি মালেক ওই রশিদ ছাপানোর অর্ডার দিয়েছেন। তাকে তাকে ডেকে পুলিশে সেপার্দ করা হয়।

জানুয়ারি ০৪, ২০২৩ at ২০:৫২:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস