ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে, গণ সচেতনতামূলক কর্মশালা

ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে গণ সচেতনতাম‚লক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারী) সকাল ১০টায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মশালা অনষ্ঠিত হয়।

সড়ক নিরাপত্তা, পানিতে ডুবে যাওয়া ও জল নিরাপত্তা বিষয়ক গণ সচেতনতাম‚লক বিণয়ে আলোচনা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এক মত বিনিময় সভা অনষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মশায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

আরো পড়ুন :
>ভালো নেই নতুন বছরে শুরুতে, সিলেটের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা
>ঘোড়াঘাটের ননদহ দেহলী ঘাট সংযোগ সড়কটি, সংস্কারসহ পাকা করনের দাবী
>ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ!

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. নুরে আজমীর ঝিলিক, ডা. প্রিয়ঙ্কা কুন্ডু, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।

জানুয়ারি ০৩.২০২৩ at ১৪:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর