শিবগঞ্জে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শুক্রবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১শ ৩১ জন পরিক্ষার্থীর মধ্যে ১১শ ২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ কেন্দ্রে ৭জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

আরো পড়ুন :
>ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা সনাক্ত 
>স্মৃতির পাতায় জাতীয় পার্টির বর্ষীয়ান নেতা আলহাজ্ব কুনু ভাই
>যশোর-চুয়াডাঙ্গাসহ ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

প্রসঙ্গতঃ ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। পরবর্তীতে কোভিড-১৯ এর কারণে ২০২০ ও ২০২১ সালে সমাপনী পরীক্ষা স্থগিত ছিলো। দীর্ঘ ১৩ বছর পর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ডিসেম্বর ৩০.২০২২ at ১৪:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর