গাবতলীতে চুরি না করার শপথে পুলিশের কাছে আত্মসমর্পণ

বগুড়ার গাবতলীতে ভালো হওয়ার শপথ নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন শেখ রাশেদুল ইসলাম (৫০) নামের এক গরু চোর। উপজেলার নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর উদ্যোগে
গত বুধবার রাতেরাশেদুল ইসলাম নেপালতলী ইউনিয়ন পরিষদে এই শপথ নেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান। ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি সনাতন চন্দ্র সরকার ও তদন্ত ওসি জামিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জুয়েল, আরিফুল, মহিদুল ইসলাম টুনু, সাখাওয়াত হোসেন লিটন, সাহিদা আক্তার, লাকী বেগম।

আরো পড়ুন :
>নলছিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
>রাজাপুর ফাযিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা ও শিক্ষকদের বিদায় অনুষ্ঠিত 
>কাজিপুরে মোহাম্মদ নাসিম কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা- অনুষ্ঠিত

জেলা মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক সোহেল রানা, আ’লীগ নেতা লিটন সরকার, ফারুক, বাবু প্রমুখ। সভায় চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু বলেন, নেপালতলী ইউনিয়নের উত্তর কালুডাঙ্গা গ্রামের শেখ খোতা কসাইয়ের ছেলে শেখ রাশেদুল ইসলাম গরু-ছাগল চুরিতে জড়িত ছিলো। এখন তিনি ভালো হওয়ার শপথ নিয়েছেন। আমরা সবাই রাশেদুলের ভালো হওয়ার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।

ডিসেম্বর ২৯.২০২২ at ১৮:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর