কাজিপুরে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্ৰহ, লক্ষমাত্রা অর্জনে নিশ্চয়তা নেই 

সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ২০২২-২৩ অর্থ বছরে রোপা আমন মৌসুমে অভ্যন্তরীণ শুকনো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ সরকারি কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান বাজার মূল্যের তুলনায় কম মূল্য নির্ধারণ প্রধান অন্তরায় মনে করছেন মিলাররা।

কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সিদ্ধ চাল কেজি প্রতি ৪২ টাকা দরে ৫৩৩ মেট্রিক টন এবং শুকনো ধান কেজি প্রতি ২৮ টাকা দরে ৫৯৪ মেট্রিক টন। যা বর্তমান বাজার মূল্যের চেয়ে কেজি প্রতি ৪-৫ টাকা কম। উপজেলার মোট ৩০ টি চালকের মধ্যে ২৫ টি চালকল গত ৮ ডিসেম্বর ৩৮৩ মেট্রিকটন চাল সরবরাহ চুক্তি করেছে। ধান সরবরাহের কোন চুক্তি হয়নি।

অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ব্যবস্থা থাকলেও এখন পর্যন্ত সারা মেলেনি। কাজিপুর উপজেলা চালকল সমিতির সভাপতি আ. রাজ্জাক বলেন, বর্তমান বাজার মূল্যের চেয়ে কেজি প্রতি ৪-৫ টাকা কম দামে ধান চাল সরবরাহ নিশ্চিত লোকসান হবে, তবুও ব্যবসা করি বলে চুক্তি করেছি। একই সংগঠনের সাধারণ সম্পাদক আ. সাত্তারসহ অন্যান্য মিলারদের বক্তব্য একই রকম।

আরো পড়ুন :
>বাংলাদেশে আরও তুরস্কের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
>চিনে নতুন করোনা ভেরিয়েন্ট, বেনাপোল স্থলবন্দরে সর্বচ্চ সতর্কতা  
>আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চোখে পড়বে বিভিন্ন কাজের মাধ্যমে: এমপি প্রিন্স

কাজিপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ কুমার সূত্রধর বলেন, গত ১৫ ডিসেম্বর প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন, ২৭ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ লক্ষ্যমাত্রা পুরণ হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চুক্তি অনুযায়ী সরবরাহ শেষে মিলাররা অতিরিক্ত সরবরাহ দিতে পারবে।

ডিসেম্বর ২৭.২০২২ at ১৭:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ