যশোরে ৩০ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

ছবি: সংগৃহীত

গামী ৩০ ডিসেম্বর থেকে যশোর উপশহর মার্কাজ মসজিদ মাঠে শুরু হচ্ছে তিনদিনের জেলা ইজতেমা। ইজতেমার জন্য মাঠ প্রস্তুতের কাজ চলছে জোরেসরে।

ইজতেমার সার্বিক প্রস্তুতির দায়িত্বে থাকা সাথী সৈয়দ সাফীউল হক জানান, ইজতেমা সফল করতে সৌদিআরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এবং জেলা ও বিভিন্ন উপজেলায় দাওয়াত দেয়ার কাজ চলছে।

আরো পড়ুন:
> যশোর কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে জখম
> ওমিক্রন ধরন বিএফ.৭, বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা

তিনি আরও জানান, ইজতেমায় থাকছে ৭টি খিত্তা। খিত্তাগুলো হচ্ছে শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর, অভয়নগর, বাঘারপাড়া ও মণিরামপুর। এসব উপজেলার মানুষেরা নিজেদের খিত্তায় অবস্থান করবেন। এছাড়া স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানেরা এখানে অংশ নেবেন। ইজতেমায় আসা মানুষের জন্য ২০০ টয়লেট ও ৩০০ প্রসাবখানা প্রস্তুত করা হচ্ছে। সেই সাথে ওজু করার জন্য ৫০০টি পানির ট্যাপ স্থাপন করা হবে। ইজতেমা সফল করতে সব প্রস্তুতির কাজ শেষের দিকে।

ডিসেম্বর ২৬, ২০২২ at ২১:৪২:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস