গাবতলীতে ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পলিত

১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যাতে বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হয়েছে। মমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভাপতি উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা।

আরো পড়ুন :
অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু
বিয়ে নিয়ে সুখবর জানালেন নুসরাত ফারিয়া
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নিহার বালার স্মরণে শোকসভা

এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, জাহাঙ্গীর আলম, সাকিল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সাহানুর আলম,পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, বিকাশ, বকুল মন্ডল, ইউসুফ, মোশারফ, রহিম, হাসিব, সজল, কাজল, সুমন, সিহাব, সামছুজ্জোহা, মিল্লাত প্রমুখ।

ডিসেম্বর ১৪.২০২২ at ১৯:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর