চার জেলার ৪৩৫ জন বিএনপি নেতাকর্মির, হাইকোর্ট থেকে আগাম জামিন

ঢাকা, নারায়নগন্জ, মুন্সীগন্জ বরিশাল, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী ও চাপাইনবাবগন্জ জেলায় দায়েরকৃত পৃথক রাজনৈতিক মামলায় ৪৩৫ জন বিএনপি নেতাকর্মির হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ। বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেন্চ আজ বুধবার (৩০/১১/২০২২) এক আদেশে বিএনপি নেতৃবৃন্দকে ৬ সপ্তাহের আগাম জামিন মন্জুর করেন। উল্লেখিত সময়ের পর তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতৃবৃন্দ পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট আব্দুল জব্বার ভূইয়া, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, এডভোকেট মাহমুদুল হাসান, এডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ। তাদেরকে সহায়তা করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এডভোকেট গোলাম আক্তার জাকির, এডভোকেট সালমা সুলতানা।

আরো পড়ুন :
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
অসহায় পরিবারের পাশে পাবনার পুলিশ সুপার 
ইবিতে কচ্ছপ গতির ইন্টারনেট সেবায়, বিঘ্নিত হচ্ছে অনলাইন শিক্ষাক্রম 

এডভোকেট রেজাউল করিম, ব্যারিস্টার কাজী আকতার হোসেন, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট সাগর হোসেন, এডভোকেট সাইদুর রহমান মাইনুল, এডভোকেট কে আর খান পাঠান, এডভোকেট শহীদুল ইসলাম, এডভোকেট রাসেল আহমেদ, এডভোকেট আল ফয়সাল সিদ্দিকী, এডভোকেট শফিকুল ইসলাম শফিক, এডভেকেট মো. আব্দুল কাইউম, এডভোকেট মাসুদ রানা, এডভোকেট ইউনুস আলী রবি, এডভোকেট আনিসুর রহমান রায়হান, এডভোকেট মাহবুবা জুই।

ব্যারিস্টার মাহদীন চৌধুরী, এডভোকেট মাকসুদ উল্লাহ, এডভোকেট আশরাফ জালাল খান মনন, এডভোকেট নুরে আলম সিদ্দিকী ,এডভোকেট শামসুল ইসলাম মুকুল, এডভেকেট শেখ জুলফিকার আলম শিমুল, এডভোকেট উজ্জল হোসেন, এডভোকেট নাবিলা কাশফী, এডভোকেট মজুমদার প্রমুখ। উল্লেখযোগ্য জামিনপ্রাপ্তদের মধ্যে আছেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও সাবেক এমপি শাহ শহীদ সরোয়ার।

নভেম্বর ৩০.২০২১ at ১৯:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর