কোটচাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি,, এই প্রতিবাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এ সময় চালক ও পথচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মডেলথানারভারপ্রাপ্তকর্মকর্তামঈনউদ্দিন. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, সাফদারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমূখ।

অক্টোবর ২২,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এমএইচ