বন্দর কর্তৃপক্ষের গাফিলতায় বেনাপোল স্থলবন্দরে আবারও আগুন

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১০ টার সময় বন্দরের ৩২ নং শেডে আগুন লাগে। স্থানীয়রা জানান, হঠাৎ শেডে আগুনের ধোঁয়া দেখে, তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দরে আগুন লাগার বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হতে হবে।

আরো পড়ুন:
ইবিতে ছাত্রী হেনস্তার অভিযোগ, বিচারের দাবিতে ছাত্রীদের আন্দোলন

বিদ্যুৎ লাইন সহ সব কিছুই সঠিক ভাবে মেরামত করতে হবে। কিন্তু তারা বৈদ্যুতিক লাইনের সঠিক মেরামত না করায় বারবার এ আগুনের ঘটনা ঘটছে।বন্দর কর্তৃপক্ষ বলেন, আগুন লেগেছিল। তা এখন নিভে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অক্টোবর ২১,২০২২ at ১৮:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস