স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তি ও প্রযুক্তির অপব্যবহার রোধকল্পে সচেতনতা মূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ হলরুমে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের মাঝে মোবাইল আসক্তি ও প্রযুক্তির অপব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীগন অংশ গ্রহন করেন।

আরো পড়ুন :
যশস্বী সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে জবি প্রেসক্লাবের শোক

আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ ফরিদুল হক, কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান, মাসুদ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অক্টম্বর ০১,২০২২ at ১৭:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক /বলম/শই