সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী যুবলীগের বিক্ষোভ কর্মসূচি

নেত্রকোনার মদনে বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মদন উপজেলা আওয়ামী যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরো পড়ুন :
ক্ষেতলালে চল্লিশ শতাংশ জমির লকুচ কদু গাছ কাঁটার অভিযোগ
ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চালেছেন ইলন মাস্ক

মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, সহ- সভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, শ্রমিক লীগ সভাপতি আলী আকবর, কৃষক লীগ সদস্য সচিব আব্দুস সালাম খান সেলিম, সেচ্ছাসেবক লীগ নেতা নূর কামাল, ছাত্রলীগ নেতা রহুল আমিন সাগরসহ অন্যরা। বক্তারা তাদের বক্তব্যে ১৭ আগস্টের খুনিদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

আগষ্ট ১৭,২০২২ at ১৫:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আল/শই