কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে

বগুড়া কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্তশাসিত অফিস ভবনসমূহে ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে টানানো হয়। আজ ১৫ আগষ্ট সকাল ১০ টায়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তে পুষ্পমাল্য অর্পণ মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

আরো পড়ুন :
রাজধানির মেট্ররেলের গার্ডার ভেঙে ৩ জন নিহত,২ জন আহত
বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে খুনিরা আওয়ামী লীগকে নিঃচিহৃ করতে চেয়েছিল: সাবেক এমপি অ্যাড. মনির

 

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল- হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেনে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলী মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মইনুল হক সরকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান জাহিদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জোব্বার,উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা ফরহাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানঞ্জিমা আক্তার, কাহালু সরকারি কলেজের প্রভাষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পি এম মাসুদুর রহমান ।

বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল-হাসিবুল হাসান সুরুজ।

আগষ্ট ১৫,২০২২ at ২১:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শদ/শই