‘শিক্ষক নির্যাতনের ঘটনা ভোট চুরি, পুকুর চুরি, টাকা পাচারের প্রতিফলন’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান বলেছেন, পুরো দেশে যে ভোট চুরি, পুকুর চুরি, টাকা পাচারের ঘটনা হচ্ছে, শিক্ষক নির্যাতনের ঘটনা হচ্ছে তার প্রতিফলন।

তিনি বলেন, ‘একটা দেশে যখন সুষ্ঠু গণতন্ত্র থাকে না, তখন দেশে এরকম অরাজকতা হওয়াই স্বাভাবিক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দিতে পারি না। কারণ দেশ দাঁড়িয়ে আছে অনৈতিক ব্যবস্থার উপর। আমাদের ভোটাধিকার না‌ দিলে দেশের অবস্থা কোনদিনই ঠিক হবে না।’

দেশব্যাপী শিক্ষক হয়রানি, নির্যাতন ও‌ হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক কুদরত ই জাহান বলেন, ‘শিক্ষক হিসেবে আজ শিক্ষক হয়রানির বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। রাস্তায় নামতে হচ্ছে। এটি জাতির জন্য লজ্জাজনক। সারাদেশে চলমান যে বিচারহীনতা, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, গুম যার আরেক প্রতিফলন বর্তমানে শিক্ষক নির্যাতন।

আরো পড়ুন :
চৌগাছার হার্টে ছিদ্র শিশু সাইমুমকে অর্থ সহায়তা প্রদান করলেন ইউএনও
কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে মটর চালানোর অভিযোগ

তিনি আরো বলেন, ‘আমরা নড়াইলে, আশুলিয়ায় এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক আসমা সিদ্দিকীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা এর অবসান চাই। দেশের মানুষ এর অবসান চায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই শিক্ষক লাঞ্ছনা বন্ধ হবে বলেও জানান তিনি।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, ‘দেশ আজকে হীরক রাজার দেশে পরিণত হয়েছে। ঐ সিনেমায় দেখানো হয়েছিল, একটা দেশকে ধ্বংস করতে চাইলে, সে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিতে হয়। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের মুখে।’

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় আরো বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি অধ্যাপক গোলাম সাদিক, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান প্রমুখ। এসময় কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

জুলাই ০৫,২০২২ at ১৫:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি