সবার জন্য আইন পাঠ জরুরি : কৃষ্ণা দেবনাথ

“জীবন ও আইন ওতপ্রোতভাবে জড়িত। মানুষ জন্মের পর পরই জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনের সঙ্গে সম্পৃক্ত হয়। মানুষের সমাজ ও সংসার সবকিছু আইন অনুযায়ী পরিচালিত হয়। আইন পাঠ জীবনকে সহজ করে তুলে। সে জন্য সবার জন্য আইন পাঠ জরুরি।” বলে মন্তব্য করেছেন আপীল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

রবিবার (৩ জুলাই) বিকাল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) সিনেট হলে আয়োজিত আইন ও বিচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত Life in Law শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণা দেবনাথ আরো বলেন, “আমাদের রায়গুলো ছোট হওয়া দরকার৷ বড় বড় রায় লেখা থেকে বের হয়ে আসা দরকার। কোর্টের ভাষা গণমানুষের বোধগম্য করে তুলতে হবে। সাধারণ মানুষের কাছাকাছি যেতে হবে। আপীল বিভাগে আমরা দেখি একটা মামলা ২৫-৩০ বছর হয়ে গেছে৷ ২৫ বছর দীর্ঘ যন্ত্রনার পর তিনি মামলার রায় নিয়ে যাচ্ছেন। এ কারণে সিভিল লিটিগেশনগুলো আপসে করতে পারলে ভাল হয়৷

আইনজীবীদের প্রতি মানুষের আস্থার রূপরেখা বর্ণনা করতে গিয়ে কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আইনজীবীদের প্রতি দিন দিন সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। আইনজীবীদের সঠিক একটা পরামর্শে প্রজন্ম থেকে প্রজন্মে একটা পরিবার বেঁচে যায়। আগে একটা সময় ছিল যখন আইন পেশায় আসলে অভিনন্দন জানানো হতো। এখন সময় বদলেছে ৷

এখন কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়৷ এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন মামলায় কিছু উদ্ভাবনী রায় দিচ্ছেন। ১০টা গাছ লাগাও, কিছু মানুষকে গান শেখানোর মত সুন্দর রায়ও এসেছে। এখনকার ছেলেমেয়েরা অনেক মেধাবী। শুধু প্রয়োজন তাদের পথ দেখিয়ে দেওয়া।’ উক্ত অনুষ্ঠান শেষে আইন বিভাগের প্রথম বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়৷

আইন বিভাগের ডীন তাপস কুমার দাসের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল, সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার, বনশ্রী রাণী, তামান্না আজিজ তুলি প্রমুখ।

জুলাই ০৩,২০২২ at ১৯:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/রারি