তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহব্বায়ক সারোয়ার হোসেন লিটনের নেতৃত্ব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশ অংশ গ্রহন করেন। প্রথমে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল করে তাড়াইল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে তাড়াইল বাজারের বাশ মহাল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।

এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সারোয়ার হোসেন লিটন, যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম খান রুমান, যুগ্ন আহবায়ক শরিফ উদ্দিন আলেক, যুগ্ন আহ্বায়ক সারোয়ার আলম, তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের আহবায়ক মাজাহারুল ইসলাম মুকুল, যুব দলের আহব্বায়ক ওমর ফারুক, যুগ্ন আহব্বায়ক নুর মোহাম্মদ ভূঁইয়া, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, তেল গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সাধারণ মানুষের এখন নাভিশ্বাস শুরু হয়েছে। এই ভাবে চলতে দেয়া যায়না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে বর্তমান সরকারের কোন মাথা ব্যাথা নেই। সরকার এখন কিভাবে ক্ষমতায় ঠিকে থাকবে সেই চিন্তায় ব্যস্ত।

বক্তারা আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিএনপি ক্ষমতায় আসলেই এদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে।

জুন ১৪,২০২২ at ১৫:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শই/রারি