স্কুল ছাত্রীর সাপে কাটা লাশ দেখতে গিয়ে নিহত পল্লী চিকিৎসক

সাপে কেটে মৃত্যুবরণকারী শিশুকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোলাম মোস্তফা নামে এক বৃদ্ধ। রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাচারীতোলা গ্রামে এই ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা ওই গ্রামের ইজ্জত আলীর ছেলে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে, রোববার কাচারীতোলা গ্রামের ইউনুস আলীর পঞ্চম শ্রেনীতে পড়ুয়া শিশু কন্যা লিলি খাতুন (১১) বিষধর সাপে কেটে মৃত্যুবরণ করে।

আরো পড়ুন:
দরবেশ আলীর কেরামতিতে ৩ শত কলা গাছ কর্তন
দুমকিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্যকে মারধরের অভিযোগ

শিশু কন্যার লাশ দেখতে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিলি খাতুন রাতে সাপের কামড়ে আহত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যুঘটে। স্কুল ছাত্রী লিলির লাশ দেখতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান গোলাম মোস্তফা।

এদিকে একই দিনে দুইজনের আকস্মিক মৃত্যুতে গ্রামবাসি শোকে মুহ্যমান হয়ে পড়েছে।

জুন ১২,২০২২ at ১৮:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ লহ/জাআ